বাগেরহাটে স্বর্ণা ঋতু মিনা (২৩) নামের এক নারীকে তার পিতার বাড়িতে এসে মারধর করেছে তার স্বামী শিশির কুমার মৃধা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কোড়ামারা গ্রামে শ্বশুর চিত্তরঞ্জন মন্ডলের বাড়িতে এসে নিজ স্ত্রীকে বেধরক মারপিট করে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বর্ণা ঋতু মিনাকে হাসপাতালে নিয়ে যায় তার পিতা। এ সময় কোড়ামারা মসজিদের সামনে পৌছালে সেখানে পুনরায় মারধর করে এবং স্বণার ব্যাগে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় স্বামী শিশির। এ ঘটনায় স্বর্ণা ঋতু মিনা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শুধু বৃহস্পতিবার নয় এর আগেও অর্ধশতাধিক সময় স্বর্ণাকে মেরে জখম করেছে তার স্বামী। মাদকাসক্ত স্বামীর টাকার চাহিদা ও বিভিন্ন অনৈতিক দাবি না মেটাতে পারলেই নির্যাতন সহ্য করতে হয় নিরহ স্বর্ণাকে।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার কোড়ামারা গ্রামের অশোক মৃধার ছেলে শিশির মৃধা ১৬ এপ্রিল তার স্ত্রী স্বর্ণার করা নারী নির্যাতন মামলায় জামিনে রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আমার স্বামী শিশির মৃধা বেধরক মারধর করে।
স্বণা ঋতু মিনা বলেন, বিয়ের পর থেকে আমার স্বামী শিশির মৃধা আমাকে নানা রকম অত্যাচার করে। বিভিন্ন সময় আমার পিতার কাছ থেকে টাকা পয়সা এনে আমার স্বামীর অনৈতিক দাবি মিটিয়েছি। কিন্তু একপর্যায়ে আমার স্বামী মাদক ও পরকীয়ায় আসক্ত হয়ে আমার উপর নির্যাতন আরও বৃদ্ধি করে দেয়। এ অবস্থায় আমি চলতি বছরের ১৬ এপ্রিল বাগেরহাট থানায় একটি নারী নির্যাতন মামলা করি। বর্তমানে সে জামিনে রয়েছে। জামিনে থেকে আমাকে একাধিকবার মারধর করেছে। সর্বশেষ বৃহস্পতিবার আমাকে মারধর করে, আমার ব্যাগ থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমি আমার সন্তানকে নিয়ে ভালভাবে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, মামলা হয়েছে। আমরা আসামীকে ধরতে অভিযান চালাচ্ছি।