দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার চালানো কারণগুলি মিথ্যা প্রমাণিত হওয়ায় সাধারণ জনগণের মাঝে তার জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, গত ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুলের নির্বাচনী নৌকা মার্কার বিরুদ্ধে চিরিরবন্দরের কতিপয় এক সময়ের সুবিধাবাদি নেতৃবৃন্দ একজোট হয়ে বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম তারিকের আনারস প্রতিকের পক্ষে নির্বাচন করেন এবং জয়লাভ করেন।
নির্বাচন পরবর্তিতে উপজেলা আওয়ামী লীগের সভায় তাদের তিরস্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষনা দেয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওইসব কতিপয় নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেন।
তবে যেদিন যে বিষয়ে অপপ্রচার চালানো হয়, সেদিনই সেই অপপ্রচারের দালিলিক প্রমাণ জনগণের সামনে উপস্থাপন করছেন বর্তমান উপজেলা, ইউয়িন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
বিদ্রোহী কয়েকজনের কাছে ওই সাধারণ সম্পাদকের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য জানতে চাইলে তারা বলেন, ওই সম্পাদক টি আর থেকে শুরু করে সব আত্মসাৎ করেছেন। এর সত্যতা জানতে গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে ২০১৫ সাল হতে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত সকল টিআর ,কাবিখা, জিআর সহ অন্যান্য বরাদ্দ তালিকা যাচাই করে কোথাও প্রকল্প সভাপতি হিসেবে ওই সাধারণ সম্পাদকের নাম পাওয়া যায় নি। উপজেলার বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে দুর্নীতির কোন প্রমান হাতে আসেনি।
গত কয়েকদিনে সাইতাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার রায়, সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র রায়, নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর ইসলাম শাহ নুরু, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোকলেছূর রহমান, পুনট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন খোকনসহ তৃণমূল ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্তত ৭০ জন নেতা বলেন, বর্তমান সাধারণ সম্পাদকের নেতৃত্বেই তারা বেশি মুল্যায়িত হয়েছেন। ইতঃপূর্বে কোন নেতা তাদের এভাবে মুল্যায়ন করেনি। কিছু কুৎসা রটনাকারি নেতাকর্মী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। শেষ রক্তবিন্দু পর্যন্ত নৌকা ছাড়া অন্য মার্কাতে ভোট দেবনা এবং যাবনা। যারা নৌকার বাইরে ভোট করেছে,তাদের আগামি কাউন্সিলে উচিত জবাব দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুলের কাছে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সকল অপপ্রচারের বিরুদ্ধে দালিলিক যুক্ত খন্ডন করতে আমি প্রস্তুত। কোন দুর্নীতি অনিয়ম করি নাই। তৃণমূল নেতাকর্মীদের মুল্যায়ন করতে গিয়ে নতুন নেতৃত্ব তৈরী হয়েছে। যারা দলে শ্রম দিচ্ছে, তারা বেশি মুল্যায়িত হতেই পারে। সকলকে দলীয় শ্রম দেয়ার আহবান জানাই। তৃণমুল যাকেই নির্বাচিত করবে, তাকেই নেতা মেনে নিয়ে কাজ করব। কিন্তু দলীয় শৃংখলা ভঙ্গ করব না।
অপরদিকে বিদ্রোহী কয়েকজন জানান, আমরা গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে একটি ইটভাটার অফিসে সুবিধাবঞ্চিতরা গোপনে মিলিত হয়েছিলাম, আমরা আগামি কাউন্সিলে আমাদের জনপ্রিয়তা জানান দেব। আগামি কিছুদিন আমরা মাঠ পর্যায়ে সকল অনিয়ম ও দুর্নীতি নেতাকর্মীদের মাঝে তুলে ধরব। আমাদের জনপ্রিয়তা গত উপজেলা ভোটে দেখিয়েছি।