মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্úাদক আবদুর রাফে খন্দকার শাহানশাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার,থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়,ইউ,আর,সি কর্মকর্তা জয়দেব সরকার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল হোসেন মন্ডল,সাবেক যুগ্ন আহ্বায়ক আবদুর রহিম ও মুক্তিযোদ্ধা ্্আঃ লতিফ খান। অণ্যান্যের বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য সেকেন্দার আলী সোনা,আবু বক্কর সিদ্দিকপ্রমুখ। প্রথমেই স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাসুদা বেগম। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।