কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র্যালি দৌলতপুর উপজেলা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী ভূমি মো: আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব আল মারুফ, মোঃ নুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক কৃষকগন উপস্থিত ছিলেন।