ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে র্যালী বের করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সরকারি মাহতান উদ্দিন কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। এরপর শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। র্যালী শেষে বাস ও ট্রাকের চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মফিজুর রহমান, নিরাপদ সড়কের কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক শিপলু জামান, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত মর্জিনা খাতুন, যুগ্ম আহ্বায়ক মিশন আলী, সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ, সাংবাদিক শাহিন আহমেদ প্রমুখ। এ ছাড়া কালীগঞ্জ উপজেলার বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।