ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ড ২০১৯’এ ভূষিত হলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সার্ক কালচারাল পরিষদ প্রদপ্ত ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ড পান তিনি। গত ১৫ অক্টোবর ২০১৯ তারিখ জাতীয় যাদুঘর শাহবাগ, ঢাকার প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরুস্কার পান দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহা। সার্কভুক্ত দেশ সমূহে সাংস্কৃতিক মনা জনগনের একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে সার্ক কালচারালের সভাপতি জাহাঙ্গীর আলম মল্লিক, প্রধান উপদেষ্টা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া এবং উপদেষ্টা ভাষাসৈনিক লায়ন শামসুল হুদার উপস্থিতিতে ওসি বিপ্লব কুমার সাহাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ঐ সংগঠনটির একটি সনদপত্রও তাকে প্রদান করা হয়। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা এই সম্মান দেবহাটা থানা এলাকার সকল জনগন ও থানার সকল কর্মকর্তা ফোর্সদের অবদান স্বীকার করে জানান, তিনি সর্বদা সরকারের নির্দেশনা মোতাবেক সন্ত্রাস, মাদক, জঙ্গীসহ সকল প্রকারের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন এবং আগামীতেও থাকবেন।