দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল বীরগঞ্জ সরকারি কলেজের “নবীন বরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহবাক সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম মিন্টু’র পরিচালনায় ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম।
এর আগে প্রধান অতিথি হিসেবে (বীরগঞ্জ-কাহারোল) আসনের জনপ্রিয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতা কর্মীদের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘গোপাল দা’র ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন শ্লোগানে কলেজ ক্যাম্পাস মুখোরিত হয়ে উঠে।
এমপি গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে জনগনের হাতের মুঠোয় এনে দিয়েছে। বর্তমান প্রজন্মসহ প্রায় সবাই এই প্রযুক্তির সুফল ভোগ করছেন। ফলে শিক্ষা ব্যবস্থা সহজ হয়েছে। তাই শিক্ষার্থীদের এই প্রযুক্তি ব্যবহার করে উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে বর্তমান বিজ্ঞান ভিত্তিক যুগে টিকে থাকা যায়। আবার এই প্রযুক্তিক ব্যবহার করে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে অস্থিতিশীল করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া স্টেটাস দিয়ে অপপ্রচার চালিয়ে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের সকল অপশক্তিকে রুখতে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে অনিয়ন্ত্রিত ভাবে মোবাইল ব্যবহার করতে না পারে সেদিকে অভিভাবকদের সজাগ হতে হবে।