রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে কবির স্মৃতিময় দিনগুলি বাঁচিয়ে রাখতে ও কবিকে ভালবাসতে নগরীর জলাশয় ভরাট বন্ধ করা, দখল-দূষন প্রকৃতি হত্যা বন্ধসহ বিভিন্ন দাবীর প্লেকার্ড বহন করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডের সড়কে বরিশাল বিএম কলেজের সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে রূপসী বাংলার কবি জীবনানন্দকে ধরে রাখতেই তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাহিদ আব্দুল্লাহ রাহাত, ইসতিয়াক সিফাত ইমেল, লুৎফর নাহার ঐশি, তাবাসসুম আহমেদ প্রমুখ।