কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের এ্যাসিসটেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (এএসডি) প্রকল্পের উদ্যোগে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নয়ারহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, ইউপি সচিব মোঃ শফিকুর রহমান, ইউপি সদস্য আবদুর রশীদ, ফ্রেন্ডশীপের প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহ আলম, এমআইএস কর্মকর্তা মোঃ রতন আলী, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে গত রোববার সকালে উপজেলার চিলমারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রকল্প ইনচার্জ মোঃ লাবিবুল ইসলাম, এমআইএস কর্মকর্তা মোঃ রতন আলী, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সাজেদুল ইসলাম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুুরুল আমিন সরকার, ইউপি সচিব আব্দুল্লাহ মোঃ মেহেদি আলম, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ও আলম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ্যাডভোকেসী সভায় জানানো হয়, দ্রারিদ্রতার মানচিত্র তৈরির মাধ্যমে কর্মপরিকল্পনা তৈরী করে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠির মাঝে বসতভিটায় সবজি চাষের উপর প্রশিক্ষণ, বিনামূল্যে ১০ প্রকারের সবজী বীজ, বিনাম্যূলে ভেড়া ও গবাদী পশুর জন্য ঘাষের চারা ও বীজ বিতরণ করা হয়। এছাড়াও গবাদী পশু, হাঁস-মুরগী, ছাগল পালনের প্রশিক্ষণ এবং বিনামূল্যে গবাদী পশুর টিকা ও কৃমির ওষুধ বিতরণ করা হয়।