ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, সাম্প্রদায়িক উগ্রতা, দাঙা সৃষ্টি হতে পারে -এমন কোনো লেখা, কথা বা যে কোনো ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক বা অন্য যে কোনো মাধ্যমে প্রচার, প্রকাশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কুমিল্লার হোমনা থানা পুলিশ। গুজবে কানা না দিতে এবং গুজব সৃষ্টিকারী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে মর্মে হোমনা থানা কর্মকর্তা ইনচার্জের (ওসি) বরাত দিয়ে মঙ্গলবার সিএনজি অটোরিক্শায় করে মাইকযোগে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি করা হয়।
ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা সংক্রান্ত ভোলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ মো. ফজলে রাব্বী জনসচেতনতামূলক এ প্রচারণার উদ্যোগ নেন বলে জানান তিনি।