ঢাকায় ধারাবাহিকভাবে ক্যাসিনো, জুয়া, মাদক, টেন্ডারবাজি এবং অবৈধ সম্পদ অর্জনকারী সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানের পর চট্টগ্রামেও শুরু হয়েছে সেই অভিযান। এরইমধ্যে গ্রেপ্তারের ভয়ে শতাধিক ব্যক্তি আত্মগোপনে আছেন। গ্রেপ্তার ঠেকাতে তারা ঢাকায় দৌড়ঝাঁপ করছেন। সরকারি একটি গোয়েন্দা সংস্থার তৈরী করা দুর্নীতির তালিকায় রয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পদবিধারী বর্তমান এবং সাবেক নেতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ কাউন্সিলর। সেই তালিকায় আছেন ১জন উপজেলা চেয়ারম্যান এবং ১০জন ইউপি চেয়ারম্যানও।
একাধিক সূত্র জানায়, চট্টগ্রামে ক্যাসিনো নেই। এরপরেও সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া, মাদক, নারী বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের এজেন্সি গুলো। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের অভিযানে চকবাজার এলাকার যুবলীগ নামধারী সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের গডফাদার নুর মোস্তফা টিনু ও তার এক সহযোগী গ্রেফতার হয়েছেন। এছাড়াও আগ্রাবাদ এলাকার যুবলীগ নামধারী শীর্ষ সন্ত্রাসী মো. খুরশিদ আলম র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এরপর যুবলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা ও বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করা ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। ওদিকে এলাকা ছেড়ে পালিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ বিদেশেও পাড়ি জমিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ওই তালিকায় আছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন, চান্দগাঁও এলাকার এসরারুল প্রকাশ আজরাইল, পলিটেকনিকেল ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দীন, নোবেল, ফরিদুল, জসিম প্রমুখ। এরা সংগঠনের পদবি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি জমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এদের মধ্যে কেউ বিদেশে আবার কেউ দেশে আত্মগোপনে আছেন। অন্যদিকে দুইজন কাউন্সিলরের বিরুদ্ধে রেলওয়ের জমি দখল, পাহাড় দখল করে বিক্রি এবং কাউন্সিলর অফিসে বিচারের মাধ্যমে বিপুল টাকা অর্জনের অভিযোগ রয়েছে।
ওদিকে শহরের নানা জায়গায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সরকারি দলের নাম-পদবী ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এরইমধ্যে কিছু গ্রেপ্তার হয়েছেন। বাকীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খোঁজ নিয়ে জানাগেছে, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে এমন ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সুধী সমাজও। তবে শিক্ষাঙ্গনে যারা নানা অপরাধের সাথে জড়িত তারাও আইনের আওতায় আসবেন বলে আশাবাদী অভিভাবকরা।
র্যাব সদস্যরা চট্টগ্রামে সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের গডফাদার, দলীয় পদবি ব্যবহার করে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের তালিকা তৈরি করছেন। এ প্রসঙ্গে র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম গণমাধ্যম কর্মীদের বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কিশোর গ্যাংয়ের গডফাদার এবং অবৈধ সম্পদ অর্জনকারীদের তালিকা তৈরি হচ্ছে। সেই তালিকায় থাকা কাউকে ছাড় দেওয়া হবেনা।