দিনাজপুরের বিরলে সাকিব হাসান নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বাড়ীর পাশে বগলদিঘীর পানি থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
মৃতঃ শিশু সাকিব হাসান (৫) বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাংগন গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাংগন গ্রামে মঙ্গলবার বেলা ১২টার দিকে বাড়ীর পাশে শিশু শিশু সাকিব হাসান খেলা করছিল। এরই মাঝে বগলদিঘীর পানিতে পড়ে যায়। প্রতিবেশী এক মহিলা ওই শিশুর লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসূল এর সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর পাশে খেলার সময় হয়তো পুকুরের পানিতে পড়ে যায় এবং মৃত্যু ঘটে।