নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় শতবর্ষী বিদ্যাপীঠ পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 'মিড ডে মিল' চালু করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের খাবার খেয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, মৎস কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, সহকারি শিক্ষক নূর আহমদ খান রতন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার জানান, স্কুলে শিক্ষায় ঝরে পড়া রোধ, ক্লাসে ছাত্রছাত্রী ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে সব শিক্ষার্থীকে দুপুরের খাবারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলেই নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা থাকবে।
এদিকে মিলের ব্যাবস্থা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।