পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার হাটের দিন থাকায় জলাতঙ্ক গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুুতকালে উপজেলার সদরের জামিরতলা এলাকার বাসিন্দা মো. ইউনুস মোল্লার ছেলে দীর্ঘদিনের মাংস বিক্রেতা কসাই আঃ কুদ্দুস মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমান আদায় করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল আলম জানান,তিনি এ বিষয়ে বিস্বস্তসূত্রে খবর পেয়ে নিজস্ব সোর্স ঠিক করে রাখে। সূর্যদ্বয়ের পূর্বেই আনুমানিক ৪০/৫০হাজার টাকা মূল্যমানের এ গরুটি মাত্র ১২হাজার টাকায় ক্রয় করে জবাইয়ের জন্য পস্তুুত সোর্সের সঠিক খবরে তিনি (ইউএনও) এসিল্যান্ডকে বিষয়টি দেখার নির্দেশ দিলে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে গরু সহ কসাই কুদ্দুসকে ভূমি অফিস প্রাঙ্গনে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে পশু রোগ আইন ২০০৫এর বিধান অনুযায়ী এ রায় দেন ম্যাজিস্ট্রেট। এবং গরুটি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হয়। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্রী মতি সোমা রানী রাধা জানান, ইনজেকশন পুষ করে গরুটি ডিজপোজ করে অফিস কার্যালয়ের অনতি দুরে পোনা নদীর কিনারে ৬ফুট মাটির নিচে সেটিকে পুতে রাখা হয়েছে।
এদিকে গরু,ছাগলের মাংস বিক্রেতাগণ একটি সিন্ডিকেট করে দূর্বল ও অসুস্থ গরু ,ছাগল কম মূল্যে ক্রয় করে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশু বিক্রেতাদের পশু জবাই করার পূর্বে উপেজেলা সেনিটারি কর্মকর্তার উপস্থিতিতে পশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ থাকা সত্বেও সেনিটারি কর্মকর্তার অনুপস্থিতিতে নিয়মের তোয়াক্কা না করে পশু জবাই করে থাকে এই সকল সিন্ডিকেট মাংস ব্যবসায়ীরা।