নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দুর্গাপুর থানা, দুর্গাপুর থানার কর্মকর্তা ইন-চার্জ(ওসি মোঃ মিজানুর রহমান ২০১৮ সালের ৪ আগস্ট যোগদান করেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা শুরু করেন এতে আমূল পরিবর্তণ এসেছে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির। পাশাপাশি তৈরী করে তুলেন শক্ত কমিউনিটি পুলিশিং,সামাজিক আন্দোলন ও সংস্কৃতিশীল,সৃজনশীল সংগঠন ও তৃণমূল ব্যক্তিদের সাথে নীবিড় সম্পর্ক জোড়দার করনের মধ্য দিয়ে এই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে গড়ে তোলেছেন এক গভীর বলয়। যেখানে থাকবে না কোন ভেদাভেদ, হিংসা, লোভ, ভয়ভীতি ও অত্যাচার,হানাহানি, মানুষ মানুষের জন্যে পুলিশ জনগনের বন্ধু আর সেবাই তাদের ধর্ম। একদিকে নতুন জায়গা আর পরিবেশের ভারসাম্যকে বুকে আগলে ধরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ,হত্যা মামলাসহ গুরুত্বপুর্ণ মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ,কর্তব্যনিষ্টা,সততা,দক্ষতা,জবাবদিহিতা ও আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ,উপজেলার বিভিন্ন স্কুল,কলেজে সংক্ষিপ্ত ক্লাস নিয়ে মাদক, জঙ্গিবাদ বিষয়ে ও শৃঙ্খলামূলক আচরণে এই উপজেলার সর্বশ্রেণির হৃদয়ের মনিকোটায় জায়গা করে নিয়েছেন অপরাধীর শেষ ভরসার জায়গায়, মাদক ব্যবসায়ী নবী হোসেন,ফেন্সী কামাল,শামীমসহ আরো অনেককেই জেলহাজতে প্রেরণ করেছেন এ এলাকার সাধারণ নিরীহ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে এই বীর অকুতোভয় যোদ্ধা মিজানুর রহমান এর কার্যক্রমের ফলে। অতিঅল্প সময়ের ব্যবধানেই মাদক,জুয়া,চুরি,ডাকাতির মত অপরাধ প্রবণতার কার্যক্রম ক্রমেই হ্রাস পেয়েছে বিশেষ করে মাদক নিয়ন্ত্রনে অনবধ্য অবদান রেখে এই উপজেলাতেই খুশির জোয়ারে পঞ্চমুখ ও প্রশংসিত হয়েছেন সর্বমহলে সমাদৃত ব্যক্তি হিসেবে। সীমান্তবর্তী এলাকা হিসেবে মাদক,জুয়া, তীর কাউন্টার নামের জুয়ার নেশায় মত্ত ছিল এক শ্রেণির লোক,যাদের ছত্রছায়ায় এ অপরাধ সম্পন্ন হতো তাদেরকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে এখন অনেকটাই নিয়ন্ত্রনে চলে আসছে। অনুসন্ধানে জানা যায়,দুর্গাপুরে ২০১৮ সালের ৪ আগস্ট মাস থেকে চলতি বছরের অক্টোবর পর্যšত ১৫ মাসে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অসংখ মামলা রুজু করে ও তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদের আইনের আওতায় এনে এই উপজেলাবাসীর মাঝে এক ঝড় তুলেছেন বলে জানান দুর্গাপুর উপজেলার ফান্দা এলাকার নুর মোহাম্মদ,আকরাম বেপারী,হুসেন আলী,পাথারিয়া গ্রামের আবদুল মন্নাফ,সাতাশি এলাকার মীর হোসেন,শশারপাড় এলাকার জানে আলম খাঁ,নবাব আলী। দাহাপাড়ার সাদির উদ্দিন বলেন,ওসি মিজান স্যারের মত পুলিশের সৎ কর্মকর্তা এ সময়ে খুব প্রয়োজন, ওঁর দুর্দান্ত সাহসিকতার ফলেই এই আধিবাসী এলাকায় আগের মত নেশা এখন আর করে না এই এলাকার মানুষ। সকল অপরাধীর কাছে মূর্তিমান আতঙ্ক ওসি মিজান ওঁর পরমায়ু কামনা করি এবং পুলিশ বাহিনীতে ওঁর মত মানুষ আরও বেশী প্রয়োজন,উনি আমাদের আশীর্বাদ স্বরুপ। ওসি মিজান কঠিন ভাষা উচ্চারণ করে বলেন,অপরাধী যতবড়ই হোক না কেন,তাকে আইনের আওতায় এনেই ছাড়ব। তিনি রাতকে দিন আর দিনকে রাত মনে করে,অনেক গভীর ও নিজ্র্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেফতার করছেন। কোন সুপারিশ তোয়াক্কা করছেন না অপরাধীরা যাতে তাদের হারানো দিনগুলি ফিরিয়ে পায় সেজন্যে অন্ধকার জগত না দেখলে আলোর জগতের ধারনা অনুমান করতে পারবেন না।এ দিক্ষা থেকেই কোন তদবির শুনেন না এই সাহসী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। আরো জানা যায়,দুর্গাপুর উপজেলার বেশক’জন মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে ফেরারী হয়ে অন্যত্র ঘুরছে। এদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া চালানো হচ্ছে। এই উপজেলায় দালাল মুক্ত করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সকল শেণির মানুষ যাতে তাঁর অধিকার থানায় এসে পায় তাঁর সুষ্টু পরিবেশ নিশ্চিত করার জন্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯৫ ভাগ সেবা এখন থানায় নির্ভিঘেœ পাচ্ছে মানুষ,কারও উপরে ভর করে আর থানায় আসতে হয় না। থানা এখন কোলাহল মুক্ত এখন আর দালালের অভয়ারণ্য ও দাপট নেই নতুন সাজে সজ্জিত করেছেন থানা চত্বর। সবকিছু মিলিয়ে এই উপজেলার প্রত্যšত অঞ্চলের আইন শৃংখলার সার্বিক উন্নয়ন ঘটিয়ে ৮ মাসে ৫বার জেলা ও বিভাগের শ্রেষ্ট ওসি হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সেরা পুরষ্কার এর জন্য দুর্গাপুর উপজেলার সকলকে ধন্যবাদ জ্ঞাপনকরে ওসি মিজান বলেন এ পুরষ্কার আমার একার নয় সকলেই এটার ভাগীদার। দুর্গাপুর থানার ওসির অফিস এখন জনবান্ধব এবং গনমুখী ও আস্থার স্থান হয়ে গিয়েছে। সাধারন মানুষ সেবার জন্যে আসে এবং সাধারণ মানুষের কথা খোলামেলা পরিবেশে তিনি শুনেন এবং তাৎক্ষনিত ব্যবস্থা নেন এমনকি নির্ভয়ে,নির্ভিগ্নে তারা তাঁদের সেবা পেয়ে খুব খুশি এবং সšতুষ্টি প্রকাশ করেন এলাকার জনগন আর সেই সেবা দিয়ে যাওয়ার অঙ্গিকার ঘোষনা করেই পথ চলা শুরু করলেন ওসি মিজান, ইতোমধ্যে তিনি প্রথম বারের মতো পবিত্র হজ¦ পালন করে এসেছেন।