কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া দাখিল মাদ্রাসায় শ্রেণী কক্ষ সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত। ওই প্রতিষ্ঠানটিতে পাকা ভবনে একটি মাত্র শ্রেণী কক্ষ। একটি টিন শেডে গাদাগাদি করে চলছে ৯টি ক্লাস এবং আধাপাকা ভাঙ্গা ঘরে চলছে একটি ক্লাস। আধাপাকা শ্রেণী কক্ষে বর্ষাকালে ছেলে মেয়েরা বৃষ্টিতে ভিঁজে ও ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়। শ্রেণী কক্ষ ও আসবাবপত্র সংকটে প্রতিষ্ঠানটির লেখাপড়ায় চরম অসুবিধায় পড়তে হয় শিক্ষার্থীদের।
জানাযায়, মাদ্রাসাটি ১৯৮৩ সালে স্থাপিত হয়ে সুনামের সাথে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। ২০০১-০২ অর্থ বছরে সরকারী ভাবে ওই মাদ্রাসায় দু’কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর ব্যতিত উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। ওই পাকা ভবনটির এক কক্ষে অফিস ও অন্যটিতে চলে শ্রেণী কক্ষের কার্যক্রম। সৌদি আরবের একজন দানবীর নাগরিক একটি টিনশেড ঘর করে দেন। ওই টিন সেড ঘরে চলে গাদাগাদি করে নয়টি ক্লাস। এখানে মেয়েদের জন্য নেই আলাদা কোন বাথ রুম, নেই কোন কমন রুম ও নামাজের কক্ষ। কক্ষ সংকটে ধর্মীয় শিক্ষা অর্জন করেও তারা ধর্ম চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসাটি বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলে ব্যাপক সুনাম অর্জন করেছে। ২০১৮ সালের এবতেদায়ী ও জেডিসি পরীক্ষায় শতভাগ সফলতা লাভ করেছে। ২০১৯ দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসাটিতে প্রায় ৬ শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাদ্রাসায় ১২ জন শিক্ষক ও ১জন কর্মচারী রয়েছে। শারীরিক শিক্ষা ও কৃষি দুটি পদ রয়েছে শূন্য।
ওই মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী সাকায়েত উল্লাহ মিয়াজী বলেন, আসবাবপত্র ও শ্রেণী কক্ষের অভাবে আমরা খুব কষ্ট করে পড়ালেখা করি। বিশেষ করে টিনশেড ও আধাপাকা ঘরে বর্ষাকালে অনেক সময় শ্রেণী কক্ষে বৃষ্টির পানি পড়ার কারণে ছাতা মাথায় দিয়ে বসতে হয়। আমাদের জন্য নির্দিষ্ট কোন বাথ রুম না থাকায় বিভিন্ন সময়ে আমাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়, ছাত্রীদের বেলায় এ সংকটটি আরো প্রকট।
মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলাম সুফী জানান, জরাজীর্ণ শ্রেণী কক্ষে বৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিঘœ সৃষ্টি হয়। আসবাবপত্র সংকটে গাদাগাদি করে শিক্ষার্থীরা বসতে হয়। একটি ভবন হলে ছাত্রাছাত্রীদের লেখা পড়ার আরো উন্নয়ন হবে। এলাকার মানুষের ধর্মীয় শিক্ষায় আগ্রহ বাড়বে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ জানান, মাদ্রাসাটিতে একটি ভবন খুব জরুরী প্রয়োজন। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর নিকট একটি ভবনের জন্য আবেদন করেছি। আশা করি তিনি অত্র মাদ্রসাটিতে একটি ভবন দিয়ে অত্র এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা বিস্তারে অবদান রাখবেন।