প্রবাদ আছে ‘‘সর্বনাশা পদ্মা এপার ভাঙ্গে তো ও পার গড়ে’’। পদ্মা নদীর এই লিলা খেলায় ঘর-বাড়ীসহ সর্বত্র ভাসিয়ে নিয়ে যায় কৃষক আশরাফুল ইসলামের। প্রায় ১২ বছর আগে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর বালুগ্রামের কৃষক আশরাফুল হক ভিটে মাটি সব হারিয়ে আশ্রয় নেয় গোদাগাড়ী পৌর এলাকার সরমংলা লালবাগ গ্রামে। সব হারিয়ে ৫ সন্তান নিয়ে কোন রকম সংসারের হাল ধরলেও ছেলেদের লেখাপড়াতে পিছুটান দেন নি।
সবছেলেরা লেখাপড়ায় ভালো হলেও চতুর্থ সন্তান মোহাম্মদ আলী এবারের ২০১৯-২০ সেশনে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা- মায়ের মুখ উজ্জ্বল করে সুখের হাসি ফুঁটিয়েছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, মোহাম্মদ আলী বাবার অভাব অনটনের সংসারে বাবার সাথে ছোট থেকেই জমিতে কৃষি কাজে সহায়তা করতো। সাথে ঠিকমত লেখাপড়া চালিয়ে যেত। লেখাপড়ায় অত্যান্ত ভালো হওয়ার ফলে ৫ম ও ৮ শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় গোদাগাড়ী স্কুল এ- কলেজ হতে অংশগ্রহণ করে জিপিএ-৫, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় গোদাগাড়ী সরকারী কলেজ হতে বিজ্ঞান বিভাগ জিপিএ-৫ পেয়ে পাস করেন।
এলাকার লোকজনের সহায়তায় রাজশাহী শহরে মেডিকেল ভর্তির কোচিং করে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রথম মেধা তালিকায় ৩৭২৯ তম স্থান দখল করে। পটুয়াখালি মেডিকেল কলেজে ভর্তির চান্স পাওয়ার খবরে বাবা-মাসহ এলাকায় লোকজনের মুখে হাসি ফুটে।
কিন্তু ভূমিহীন কৃষক বাবার মেধাবী ছেলের ভবিষ্যৎ পড়ালেখা চালিয়ে নেওয়া নিয়ে গভীর ভাবে শঙ্কিত। মোহাম্মদ আলী বলেন, আমার ছোট থেকে স্বপ্ন ডাক্তারি পড়া। ডাক্তারি পাস করে দেশের গরীব মানুষের সেবা করতে চাই। আমার বাবা-মা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছে তাদের কষ্ট বুঝে আমিও মনদিয়ে পড়াশোনা চালিয়ে গেছি। কিন্তু আমার এখন ভয় ডাক্তারি পড়াতে আমার কৃষক বাবার সাধ্য হবে কিনা?।
মোহাম্মদ আলীর বাবা কৃষক আশরাফুল হক বলেন, অন্যর জমি বর্গা নিয়ে চাষ করে কোন রকম সংসার চালায়। সাথে ৫ ছেলে সবাই লেখাপড়া করে তাদের লেখাপড়ার সব খরচ নিজে বহণ করতে পারি না তাই ছেলেরাও জমিতে খাটে। আমার চতুর্থ সন্তান পটুয়াখালি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তবে তাকে কোন মতে মেডিকেলে ভর্তি করাতে পারলেও ভবিষ্যতে তার লেখাপড়ার পুরো খরচ বহণ করতে পারবে কিনা সেটাই এখন চিন্তার কারণ।
কৃষক আশরাফুল হকের বড় ছেলে তাজেল আলী একাউন্টিং মাস্টার্স কমপ্লিট করে বেকার আছেন, দ্বিতীয় সন্তান মোহাম্মদ গোলাম আযম বিএসসি শেষ এমএসির অপেক্ষায়, তৃতীয় সন্তান মোহাম্মদ নেজাম উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল ( আইসিই) অধ্যায়নরত, ছোট ভাই উসমান গণি সামনে এসএসসি পরীক্ষা দিবে। সকল ছেলের লেখাপড়ার খরচ বহন করতে কৃষক বাবার একার পক্ষে সম্ভন না।
গরীব মেধাবীদের জন্য সরকারি সহয়তা পেলে হয়তো মোধামী মোহাম্মদ আলীর লেখাপড়া চালিয়ে যেত পারতো বলে মন্তব্য করের এলাকাবাসী। সেই সাথে দেশ ও জনগণের সেবা করতে পারবো মোহাম্মদ আলী।