মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিলেও পীরগঞ্জে সেই মাদকসেবী গোলাম রাব্বানীকেই বিদ্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। গত ১৫ অক্টোবর শাল্টি সমসদীঘি উচ্চ বিদ্যালয়ে নিয়োগটি হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী। এর আগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে ইউএনওসহ নিয়োগ কমিটির সদস্যদের কাছে ৪জন চাকুরী প্রত্যাশী লিখিত অভিযোগ করেছিল।
অভিযোগে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ওই বিদ্যালয়ের শুন্যপদে অফিস সহকারী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ১৩ জন আবেদন করেন। এরপর বাছাইয়ে ৯ জনের আবেদনপত্র বাতিল করা হলেও কাউকেই তা অবগত করা হয়নি। উল্টো অনেকটা গোপনেই গত ২৮ সেপ্টেম্বর (শনিবার) নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুতি নেয়। নিয়োগ বোর্ডে ডিজির প্রতিনিধি হিসেবে রংপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনকে মনোনীত করা হয়। নিয়োগ পরীক্ষার আগেই পদটিতে উপজেলার পালগড় গ্রামের দুলা মিয়ার ছেলে মাদকসেবী (ইয়াবা, গাঁজা সেবনকারী) গোলাম রাব্বানীকে ১৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিভিন্নভাবে প্রতিবাদ করে। তারপরও নিয়োগ প্রক্রিয়া চলমান রাখা হলে ওই পদে আবেদনকারী চাম্পা খাতুন, সিরাজুল ইসলাম, মাহমুদুল এবং আসাদুজ্জামান মিয়া ইউএনও, ডিজির প্রতিনিধি, প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এদিকে চাক্ষুরী প্রত্যাশী গোলাম রাব্বানীর মাদকসেবনের একাধিক ছবি সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিদ্যালয়টির কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে। চাকরী প্রত্যাশী চম্পা খাতুন, সিরাজুল ইসলাম বলেন, আমাদেরকে কি কারণে বাতিল করা হয়েছে, এখন পর্যন্ত তা জানানো হয়নি। অপরদিকে গোলাম রাব্বানীকে নিয়োগ না দেয়ার জন্য অভিযোগ করেছি। তারপরও মাদকসেবীকেই নিয়োগ দেয়া হলো।
অফিস সহকারী পদে ওই মাদকসেবীকেই নিয়োগ দেয়ার খবর প্রকাশ হয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি একজন মাদকসেবীকে শুধু মোটা অংকের টাকায় নিয়োগ দিলো। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মিয়া বলেন, মেধায় যদি কেউ আসে, তাহলে কি করার আছে? আর সে (গোলাম রাব্বানী) যে মাদকসেবী তা জানি না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমিন মন্ডল বলেন, কাকে যে নিয়োগ দেয়া হলো, তা বলতে পারছি না। তিনি মাদকসেবীর ব্যাপারে কোন কথা বলেননি। ডিজির প্রতিনিধি প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, এর আগে বিশেষ কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয় বলে প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিল। তিনি আরও বলেন, কয়েকজন চাকরী প্রত্যাশী এক প্রার্থীর বিরুদ্ধে মাদকসেবনের ব্যাপারে আমার কাছে লিখিত অভিযোগ করেছিল।