অবহেলিত খুলনার পাইকগাছার লতা, দেলুটি, সোলাদানায় ১টি করে ও সুন্দরবন ঘেষা গড়ইখালী ইউপির ২টি সহ ৫টি ডাবল ইটের (হেরিং বন্ড) রাস্তার টেন্ডার সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, এসব রাস্তা অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বসবাসের এলাকায় নির্মিত হচ্ছে এবং এটা তাদের দীর্ঘদিনের প্রাণের দাবী। রাস্তা টেন্ডার সম্পন্ন হওয়ায় এসব এলাকার ভুক্তভোগী মানুষ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে ২০১৯-২০অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইটবিবি) ২য় প্রকল্পে উপজেলার ৫টি প্যাকেজের জন্য-২ কোটি ৭৪লাখ ৩৭ হাজার টাকা প্রাথমিক ব্যায় ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ৫টি রাস্তার মধ্যে লতা ইউপির গদারডাঙ্গার উদয় রায়ের বাড়ী হতে আজিজুল বিশ্বাসের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার দেলুটির সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে দারুন মল্লিক খেয়াঘাট পর্যন্ত ১ কিলোমিটার, সোলাদানার দক্ষিণ কাইনমুখি হতে আমুরকাটা বাজার পর্যন্ত ১ কিলোমিটার ও গড়ইখালীর কানাখালীর জোড়া ব্রিজ হতে পাকা রাস্তা পর্যন্ত খালের দুপারে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে এবং ইতোমধ্যে এর টেন্ডারও সম্পন্ন হয়েছে। খুলনা-৬ এমপি আক্তারুজ্জামান বাবু জানান, এমপি হবার পূর্বে রাস্তার অভাবে এসব অঞ্চলের মানুষের কষ্ঠ দেখেছি, তাই এমপি নির্বাচিত হয়ে এখন তাদের প্রত্যাশা পূরন করছি মাত্র। সূত্র জানায় ২০২০ সালের ৩০ মার্চের মধ্যে এসব রাস্তার শতভাগ কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।