চুরির ১২ ঘন্টার মধ্যে সোমবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৩ ভরি স্বর্ণালংকারসহ ২ চোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, লক্ষীপুরের চর রহিতা গ্রামের ইসমাইল’র ছেলে রায়হান (১৬), একই গ্রামের ইব্রাহীম’র ছেলে তৌহিদ (২৩)।
এর আগে, রোববার (২০ অক্টোবর) রাত ২টার দিকে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের পানা মিয়া হাজী বাড়ির ব্যাংক ম্যানেজার আবুল কাসেম’র ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল ১৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আমি বিষয়টি জানার পর দ্রুত স্বর্নালংকার উদ্ধারের জন্য বেগমগঞ্জ থানা পুলিশকে নিদের্শ দিয়ে থাকি। পরে চুরির ১২ ঘন্টার মধ্যে বেগমগঞ্জ থানার একদল পুলিশ লক্ষীপুর জেলার সদর উপজেলার রসুলগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে চুরির মালামালসহ ২ চোরকে আটক করে এবং তাদের কাছ থেকে স্বর্নালংকার গুলো উদ্ধার করে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী গৃহকর্তা জানান, তাদের বাড়ির সাবেক কেয়ারটেকার রায়হান প্রথমে মাংস ও দুধ রান্নার সময় তাতে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করে চুরির কৌশল অবলম্বন করে। কিন্তু আমরা ভাগ্যক্রমে বেঁচে যাই। পরে কেয়ারটেকার তার কাছে থাকা পুরনো ছাবি দিয়ে সিঁড়ি রুমের দরজা খুলে সাঙ্গপাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরির এ ঘটনা ঘটায়।