২২অক্টোবর মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ দেহবিহীন এক অজ্ঞাত যুককের ৪টুকরা লাশ উদ্ধার করেছে। লাশের টুকরাগুলো পাওয়া গেছে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটির হাট বাজারের চাকিরপশার ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ কেন্দ্রের পাশে একটি ডোবায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২২ অক্টোবর মঙ্গলবার সকালে ওই ডোবার পাশে অবস্থিত একটি পরিবারের লোকজন লাশের খন্ডিত হাত দেখতে পেয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে লোকজন ছুটে এসে লাশের বিছিন্নভাবে আলাদা আলাদা হাত, মাথা. দেহ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের খন্ডিত ২হাত, মাথা, ১টি পা উদ্ধার করে। তবে অপর একটি পা ও দেহ পাওয়া যায়নি। এ সময় লাশের পাশে একটি লাল রংয়ের ভেনেডি ব্যাগ, নীল রংয়ের কাপড়ের ব্যাগসহ ব্যাগের ভিতরে মোবাইল নম্বরসহ কাগজের চিরকুট, একটি গারো নীল রংয়ের চেক লঙ্গী পাওয়া যায়। এ ছাড়া লাশের মুন্ডটি একটি লাল গেঞ্জি দিয়ে মোড়ানো ছিল। ছিন্ন মুন্ডটির মুখ ম-ল দেখতে গোলাকার এবং খোঁচা খোঁচা দাঁড়ি আছে। ঢাকা থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ লাশ দেখতে ভিড় করে। খবর পেয়ে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উৎপল কুমার রায়, রাজারহাট থানা কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২১অক্টোবর সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের পাশে শুধু একটি কাঁটা পা পুলিশ উদ্ধার করলে বিষয়টি শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনার পরদিন ২২ অক্টোবর মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-রাজারহাট সীমান্তবর্তী নাককাটির হাট এলাকায় লাশের টুকরোগুলো পাওয়া যায়। এ বিষয়ে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। চিরকুটে থাকা মোবাইল নম্বরটি তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।