নেত্রকোনার কলমাকান্দায় আবু ছামান (৪০) ও এমরান মিয়া (৩৬) নামে দুই ভূয়া কৃষি কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। গত সোমবার বিকালে উপজেলা লে্গংুরায় সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামে দুই প্রতারক নিজেকে উপজেলার কৃষি অফিসের মাঠ কর্মকর্তা দাবি করে গ্রামের সহজ সরল লোকদের বলেন সরকার অনুমোদিত বাংলাদেশ কৃষি আত্ম উন্নয়ন সংস্থায় ১০০ টাকা জমা দিয়ে তথ্য ফরম সংগ্রহ করে আপনারা কৃষি অফিসের সদস্য হন। পরে আরো ২ হাজার টাকা করে এককালীন জমা দিলে আগামি সপ্তাহে আপনাদের একটি গাভী গরু ও স্থানীয় কৃষি ব্যাংক হতে বিনাসুদে ২০ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে একপর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদকে মুঠোফোনে জানানো হয়। ওই কর্মকর্তা বলেন আবু ছামান ও এমরান মিয়া নামে আমার অফিসে কোন কর্মকর্তা নেই। তখন স্থানীয় লোকজন ওই দুই প্রতারককে আটককে রেখে কলমাকান্দা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনার স্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭শ টাকা নগদ, তিনটি মোবাইল ফোনসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়।
প্রতারকরা হলেন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা সেকান্দরনগর গ্রামের মৃত- আব্দুল আহাদের ছেলে আবু ছামান অপর প্রতারক একই উপজেলার বেলংকার গ্রামের আমির উদ্দিনের
ছেলে এমরান মিয়া।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে ভূক্তভোগী কৃষক মো. আব্দুল কুদ্দুছ বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি প্রতারণা মামলা করেছেন। আবু ছামান ও এমরান মিয়া নামে দুই প্রতারককে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।