কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপদ্যাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই বিতর্ক প্রতিযোগিতায় পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ, রংপুর, মিলিনিয়াম স্কুল ও কলেজ, রংপুর রংপুর জিলা স্কুল এবং রংপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে। প্রথম পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল “সন্ত্রাস ও মাদক নিমূলে কমিউনিটির ভূমিকাই মূখ্য”এতে বিজয়ী হয় পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ, রংপুর ও রংপুর জিলা স্কুল, রংপুর।
মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ অডিটরিয়ামে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল “সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশই একমাত্র নিয়ামক”। বিতর্কের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে রংপুর পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ এবং বিতর্কের বিপক্ষে অবস্থান করে রংপুর জিলা স্কুল, রংপুর। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল রংপুর জিলা স্কুল, রংপুর এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দল রংপুর জিলা স্কুলের ২য় বক্তা মাহী ইবতেসাম।
বিতর্কের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার, রংপুর মেট্রেপলিটন পুলিশ, রংপুর। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন- কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, শামীমা পারভীন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ, মামুন ইসলাম, সাংবাদিক (বাসস), সদস্য, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটি, মোঃ গোলাম জাকারিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রংপুর চেম্বার ও সদস্য, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটি।
বিচারক প্যানেলের সদস্য ছিলেন- মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ), নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল), মোঃ ফারুক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
এছাড়াও ওই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাহাত রহমান, পরিচালক, সংযোগ, রংপুর এবং কারিগরি সহযোগিতায় ছিলেন এএসআই দেওয়ান আবু তারেক।