বাকেরগঞ্জের মাছুয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ মিলন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রহমানকে চেয়ার ছুুরে মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমিটির সভাপতি কৃষ্ণ মিলনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যালয়ের নতুন ভবন কাম বহুমূখী সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন৷ উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে নতুন ভবনে ক্লাস না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। ১৯অক্টোবর শনিবার সকাল ১০ টায়় ক্লাস চলাকালীন সময় সহকারী শিক্ষক গোলাম রহমানসহ অন্যান্য শিক্ষকরা বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ মিলন ও প্রধান শিক্ষক হিরণ কুমার হাওলাদারের সাথে আলোচনায় মিলিত হয়। আলোচনার একপর্যায়ে বদমেজাজী কৃষ্ণ মিলন চেয়ার ছুড়ে় মেরে সহকারি শিক্ষক গোলাম রহমানকে আহত করেন। ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকারী শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের এ চাপা ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। ১৯অক্টোবর শনিবার সকাল ১০ টায় ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষকের গায়ে হাত দিয়েছেন স্কুল কমিটির সভাপতি কৃষ্ণ মিলন। আমরা সকল শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিভাবক সিদ্দিক হোসেন বলেন, বর্তমানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রয়েছে বলে আমাদের জানা নেই। তবে তারা শুনতে পেরেছেন বিদ্যালয় প্রধান শিক্ষক হিরণ কুমার হাওলাদার ফায়দা লুটতে পরিচয়হীন একজন অবিবাহিত যুবক কৃষ্ণ মিলনকে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছেন। কৃষ্ণ মিলন একজন অযোগ্য লোক। তা না হলে তিনি কিছুতেই শিক্ষকের গায়ে় চেয়ার ছুড়ে মারতে পারতেন না। সহকারী শিক্ষক গোলাম রহমান তার উপর সভাপতি কৃষ্ণ মিলনের চেয়ার ছুড়ে মারার বিষয়টি স্বীকার করে বলেন, তিনি নতুন ভবনে শিক্ষার্থীদের ক্লাস করার দাবি পূরণের বিষয়ে প্রশ্ন তুললে ঘটনার সূত্রপাত হয়। প্রধান শিক্ষক হিরন কুমার হাওলাদার বলেন, এরকম কোন বিষয় ঘটেনি, সামান্য কথাকাটাকাটি হয়েছে। বিদ্যালয়ের এনটিআরসি নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিপন হাওলাদার বলেন, সভাপতির চাহিদামত টাকা না দেয়ায় দীর্ঘদিন ধরে তার বিলে সভাপতি স্বাক্ষর করেননি। পরে তার চাহিদামত টাকা দিলে বিলে স্বাক্ষর করেন।