ম্যানচেস্টার সিটি এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য প্রস্তুত নয় বলে মনে করছেন পেপ গুয়ার্দিওলা। আক্রমণভাগের পারফরম্যান্সে উন্নতি না হলে চলতি মৌসুমে শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসকে তাদের মাঠে ২-০ গোলে হারায় সিটি। সেই ম্যাচে আক্রমণভাগের খেলায় সন্তুষ্ট নন গুয়ার্দিওলা। “আমরা অনেক সুযোগ কাজে লাগাতে পারিনি। আমাদের নিখুঁত হতে হবে। যখন লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলা হয়, আমরা এখনও প্রস্তুত নইৃএখনও আমরা উন্নতি করতে পারি। চলতি মৌসুমে এ পর্যন্ত লিগে সর্বোচ্চ ২৯টি গোল করেছে সিটি, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে যা সাতটি বেশি। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে ইতালির ক্লাব আতালান্তার মুখোমুখি হবে সিটি।