“কৃষিই সমৃদ্ধি, আসুন সম্পদ ও ফসল রক্ষায়, সম্লিত ভাবে ইঁদুর নিধন করি” এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান /১৯ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দীপ শিখার সহযোগিতায় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশাহ। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার শাহানশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, উপজেলা এনজিও পর্ষদের সভাপতি ও বেসরকারী সংস্থা দিপ শিখার ম্যানেজার রজব আলী প্রমুখ। শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে ইঁদুর মারা বিষটোপ ওষুধ বিতরণ করেন।