ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম ছানা, মোদাচ্ছের হোসেন, রাজু আহম্মেদ রনি লস্কার, ইকরামুল হক সংগ্রাম, নাসিন উদ্দিন চৌধুরী, মহিদুর ইসলাম মন্টু, আবুল কালাম আজাদ, সাংবাদিক মিশন হোসেন প্রমুখ।
সভায় বর্তমান সময়ে গরু চুরি, বিনা লাইসেন্সে গ্যাস বিক্রি বন্ধ করা, বাল্য বিবাহ রোধ করা, ডেঙ্গু মোকাবেলা, মাদক নিমূল, পৌর এলাকায় জানজট নিরসন করা, সড়ক দুর্ঘটনা রোধ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।