মা ইলিশ রক্ষার অভিযানকে কেন্দ্র করে নৌ-পুলিশকে হত্যার হুমকি দেওয়ায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ব্যবহার করার জন্য নৌ-পুলিশ সুপার আদেশ দেওয়ার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করায় জয়ন্তী নদী জেলে শূণ্য হয়ে পড়েছে। জানাগেছে গত ৯ অক্টোবর মা ইলিশ রক্ষার অভিযান শুরু হওয়ার পর মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ ও নৌ-থানা পুলিশের সহায়তায় জয়ন্তী, আড়িয়ালখা নদীতে অভিযান চালিয়ে যান। অভিযানে উপজেলা শিক্ষা অফিসারসহ বেশ কয়েকজন অফিসারকে সম্পৃক্ত করেন। স্থানীয় একটি মহলের ছত্র-ছায়ায় জেলে, মৌসুমী জেলেসহ বিভিন্ন পেশার মানুষ মা ইলিশ নিধনের কাজ চালিয়ে যায়। এসব জেলেদের নিয়ন্ত্রন করতে প্রশাসন হিমশিম খাচ্ছিলো। ইলিশ ধরার পাশাপাশি জেলে ও তাদের গডফাদাররা প্রশাসনের লোকজনদের হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। নাজিপুর নৌ থানার এএসআই ফারুক হোসেন জানান মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করায় গত ১৯ অক্টোবর মুলাদী উপজেলার মৃধারহাট-আবুপুর এলাকা থেকে ৪/৫টি মোবাইল ফোন থেকে জেলেরা তাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন আহমেদ কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশণা দেন এবং পুলিশের আত্মরক্ষার্থের প্রয়োজনে গুলি ব্যবহারের আদেশ দেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পেয়ে থানা পুলিশ, নৌ-পুলিশ পূর্নোদ্যমে অভিযান শুরু করে এবং গুলি করার আদেশটি প্রচারণা চালিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে জেলেরা ভয়ে নদীতে যাওয়া বন্ধ করে দেয়। মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান মা ইলিশ রক্ষার্থে পুলিশের অভিযান অব্যহত থাকবে। তবে পুলিশের ওপর কোনো ধরণের আক্রমণ করা হলে তারা আত্মরক্ষার্থে গুলি করতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামি ৩০ অক্টোবর পর্যন্ত তা অব্যহত থাকবে।