নেত্রকোনার পূর্বধলায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা, গুজব ও উগ্রবাদ প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২১ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজ্জাক সরকার, ওসি মোঃ তাওহীদুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ওলামা-মাশায়েক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে সকলের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয় এবং পূর্বধলা উপজেলায় এ ধরনের অপপ্রচার তথা অপকর্ম প্রতিহত করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।