রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ১৯ নং ওয়ার্ডস্থ শিমুলবাগ রাস্তার পার্শ্বে হতে ৫ পিস ইয়াবাসহ আসামি সাগর আহম্মদ (২২), পিতা-মোঃ সালাউদ্দিন @ ভোলা, সাং-ধাপ শিমুলবাগ বেহারীপাড়া, থানা-কোতয়ালী, মহানগর, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশে উল্লিখিত মামলা ব্যতিত পৃথক অপর মামলায় গোয়েন্দা শাখা(ডিবি) ১ সেট জুয়া খেলার তাশ ও ২১০/-(দুইশত দশ) টাকাসহ ২ জন এবং হাজিরহাট থানা পুলিশ কর্তৃক ৩০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-২৪ জন, তাজহাট থানায়-৮ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-৩ জন, হাজিরহাট থানায়-১ জন এবং ডিবি কর্তৃক-২ জনসহ মোট-৩৯ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২৫৫ টি মামলা ও ৭৬,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।