দাকোপে বেসরকারী সংস্থা সুশীলনের আয়োজনে লোকাল অথোরিটির সাথে ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগীতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল কাদের, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, মহিলা কলেজ অধ্যক্ষ নন্দিতা রানী পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুর হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা জাহানারা বেগম, শিক্ষক লতিকা বিশ্বাস, সাগর সেন, সুশীলনের প্রোগ্রাম কর্মকর্তা আঃ রহিম, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা দীপালি বিশ্বাস, নারী প্রগতি সংঘের প্রজেক্ট কর্মকর্তা উৎকলিত রায়, নবযাত্রা প্রকল্পের শেখ রাসেল, স্বপ্নারানী নাগ, সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর চম্পা দাস, মাফিয়া আফরিন প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিকবৃন্দ অংশ নিয়ে ঋতুকালীন বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।