যুবতীকে উত্যক্তের ঘটনায় লাদেন প্যাদা (১৮) ও হিমেল গোমস্তা (১৮) নামের দুই বখাটেকে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার গৌরনদী উপজেলার মাগুরা গ্রামে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, ওই গ্রামের এক যুবতীকে উত্যক্তের ঘটনায় মাগুরা গ্রামবাসী একত্র হয়ে বার্থী গ্রামের লাদেন প্যাদা ও হিমেল গোমস্তাকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়। রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সোমবার সকালে আটককৃতদের আদালতের সোর্পদ করা হয়েছে।