বলিউড অভিনেতা ববি দেওল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে আর্যমানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। পরবর্তী সময়ে ছবিটি ভাইরাল হয়। কয়েকদিন আগে সানি দেওলের ছেলে করন দেওলের বলিউডে অভিষেক হয়েছে। ছেলের সঙ্গে ববির ছবি প্রকাশের পর থেকেই আর্যমানের বলিউডে অভিষেক নিয়ে গুঞ্জন শুরু হয়। বোম্বে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, যখন ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করে এবং তার সন্তান বড় হয় সবাই আশা করে সেও অভিনয়শিল্পী হবে। আমিও এই পেশায় আছি এবং চাইব আমার ছেলে অভিনেতা হোক। কিন্তু তাকে কোনো সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাই না। অন্য পেশা নিয়েও সে ভাবতে পারে। তিনি আরো বলেন, অ্যাকাডেমিক দিক থেকেও আমার ছেলে খুব ভালো করছে। নিউ ইয়র্কের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তাকে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি করেছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে ভালো শিক্ষার্থী হতে হয়। তাকে নিয়ে আমি সত্যিই গর্বিত। ববি দেওলের পরবর্তী সিনেমা হাউসফুল ফোর। এতে আরো অভিনয় করছেনÑ অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কৃতী স্যানন, কৃতী খারবান্দা, পূজা হেগড়ে প্রমুখ। আগামি ২৫ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে।