কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের ৪ সন্তানের জননী হারেছা বেগম (৪০)খুন হয় গত ৩দিন আগে।পরে গত রোববার সকালে হারেছার দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন। নিহত হারেছা বেগমের কলেজ পড়ুয়া ছেলে বোরহান উদ্দীন দাবি করেন, তার মাকে মৃত হোসেনের ছেলে কাজল মিয়া(৪৫)হত্যা করেছে।নিহত হারেছা বেগম ও কাজল মিয়ার মধ্যে অবৈধ সর্ম্পক ছিল। গত ১৩ অক্টোবর হারেছা বেগম ও কাজল মিয়ার মধ্যে অর্থ নিয়ে তর্ক বির্তক হয়। হারেছা বেগমের নিকট থেকে কাজল মিয়া ৪লক্ষ টাকা কর্জ নিয়ে আর ফেরত দেয়নি। তখন কাজল মিয়া ঝগড়ার পর বলে যে তাকে দেখে নেবে বলে হুমকি দেয়। কটিয়দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত এ সর্ম্পকে বলেন, হারেছা বেগমকে পরিকল্পিত ভাবে হত্যার পর ডোবার মধ্যে পুতে রেখেছে বলে স্বীকার করেন।
কটিয়াদিতে নিহত হারেছার ছেলের লেখাপড়ার খরচ বহন করলেন এক সমাজ সেবক
বাজিতপুর সংবাদদাতা:কিশোর গঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউানয়নের মামুদ পুর গ্রামের নিহত হারেছা বেগমের কলেজ পড়-য়া ছেলে বোরহান উদ্দীনের লেখাপড়ার সকল খরচ বহন করলেন ্এলাকার সমাজসেবক মোঃ নাদিম মোল্লা। এ সময় তিনি নিহত হারেছার ছেলে বোরহান উদ্দীন কে লেখাপড়ার খরচের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সমাজসেবক নাদিম মোল্লা বলেন, আমিও তোমাদের মতো ছোট বেলায় বাবাকে হারিয়েছি। আমি এ দুঃখ বুঝে চলে এসেছি।এসময় উপস্থিত ছিলেন আ.স.ম সাঈম, রাসেল আহমেদ,ভান্ডারি মোঃ শুক্কুর আলি ও আসাদুজ্জামান।