চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে ১১ জেলার মধ্যে ৬ ক্যাটাগরিতে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী ডিবি ইউনিট ও কর্মকর্তা কামরুজ্জামান শিকদার।
চট্রগ্রাম বিভাগে প্রতি মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলা ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক কর্ম মূল্যায়নের উপর চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসাবে নোয়াখালী ডিবি এবং শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসাবে এসআই(নিঃ) মোঃ সাঈদ মিয়া নির্বাচিত হন।
এ সময় সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নিকট হইতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেটসহ এপ্রিসিয়েশন গ্রহণ করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো. আলমগীর হোসেন ও ডিবির কর্মকর্তা কামরুজ্জামান শিকদার।