নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ২০১৯ সালের ত্রি-বার্ষিক সম্মেলন ২৭ অক্টোবর। সম্মেলনে স্মরণকালের সবচেয়ে বেশি লোকসমাগম হবে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ সিহানুক রহমান। সম্মেলন সফল করতে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর এবং পৌরসভায় ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর তালিকা প্রস্তুতি করা হয়েছে। সম্মেলনে সাধারণ সস্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ন সাধারণ সস্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শেখ সিহানুক রহমান।
লোহাগড়া উপজেলার যুবলীগ নেতা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, সুবিধাবাদী,অর্থ বিত্তশালী,ব্যবসায়ীরা দলের নেতৃত্ব দখল করে রেখেছে। যার ফলে দলের নিবেদিত প্রাণ,পরীক্ষিত এবং দলের দুঃসময়ের নেতাকর্মীরা দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন। সে কারণে তৃণমুলের সম্মেলন এবার অনেক গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। শুদ্ধি অভিযানের এ কমিটিতে ক্যাসিনো-হাইব্রীড নেতাদের জায়গা হবে না। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।