“আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোল্লাহাটে মাস ব্যাপি “ইঁদুর নিধন অনুষ্ঠান-২০১৯” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সেমাবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইঁদুর নিধনের মাধ্যমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, কৃষিসম্প্রসারন কর্মকর্তা নুসরত জাহান ও যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন- অবঃ শিক্ষক আ.লীগ নেতা আব্দুল্লাহিল কাফী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক ও শিক্ষক আবদুস ছাত্তার প্রমূখ। অনুষ্ঠানে ইঁদুর নিধন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস।