নড়াইলের বড়কালিয়া মৎস্যপট্টি থেকে ছয় কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়। এরা হলো-বড়কালিয়া মৎস্যপট্টি বাজার এলাকার দুলাল সমাজ্জাদারের দুই ছেলে বিপ্লব (৫৫) ও অসিম (৪৫)। ডিবি পুলিশের এসআই সৈয়দ জমারত আলীর নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় দুই ভাইয়ের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। নড়াইলকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।