গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদর বাসস্ট্যান্ডে এলাকায় প্রতিষ্ঠিত কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি অফিস সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ করায় অফিসটি পূনঃনির্মানের দাবীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন স্থাণীয় বিএনপি।
সোমবার বেলা ১০ টার দিকে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি অফিস (উচ্ছেদকৃত) এলাকায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খাঁন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, সিঃ সহ সভাপতি আবদুল কাদের,সহ সভাপতি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহীম, শওকত ইমরান সহ জেলা ও স্থাণীয় বিএনপির নেতৃবৃন্দ।পরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ করেন, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি কার্যালয়১৯৯২ সালে নিমর্তি এবং ২০০৩ সালে পূনঃ নির্মান করে আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি।গত ১৯অক্টোবর কোন প্রকার নোটিশ ও যৌথ ডিমার্কেশন ব্যাতিরেকেএবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সড়ক ও জনপথ বিভাগ আমাদের দলীয় কার্যালয়টি ভাংতে গেলে জমিটি ব্যাক্তিমালিকানাধীন হওয়ায় আমরা কাগজপত্র দেখাতে মৌখিত ভাবে সময় চাই। কিন্তু তারা আমাদের কোন সুযোগ না দিয়ে কার্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দেয়।ইতিপূর্বেও অবৈধ উচ্ছেদ চালানোর সময় আমাদের অফিসটি ব্যাক্তি মালিকানাধীন থাকায় কেউ ভাংগেনি। আমাদের দলীয় কার্যালয়টি এভাবে উচ্ছেদ করা সম্পুর্ণ মৌলিক অধিকার পরিপন্থি। অযৌক্তিকভাবে উচ্ছেদকৃত বিএনপি
কার্যালয়টি পূনঃনির্মানের প্রয়োজনীয় ব্যবস্থর দাবী জানানো হয়েছে।
এসময় বিএনপি নেতারা বলেন, বিগত প্রায় ২৫ বছর ধরে কালিয়াকৈর উপজেলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আমাদের বিএনপির পার্টি অফিস। এই অফিসটি কালিয়াকৈর উপজেলার শিমুলতলী মৌজার আর এস ৬৫৪ দাগে রেকর্ডিও সম্পত্তি। আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে রাজনৈতীক প্রতিহিংসার কারণে পার্টি অফিস ভাঙ্গা হতে পারে। কিন্তু ১৯ অক্টোবর অপ্রত্যাশিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিএনপি কার্যালয় ভেঙ্গে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে নেতৃবৃন্দদের সাথে জরুরি কথা বলেছি এবং আমরা চ্যালেঞ্জ করবো কোন এখতিয়ারে একটি রাজনৈতিক দলীয় কার্যালয় রেকর্ডিও কাগজপত্র থাকা স্বত্বেও তারা ভাঙ্গলো। আমরা এজন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করবো যাতে পার্টি অফিসটি পুনর্নিমাণ করা যায়।