কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দু’জন আটক হয়েছে। তারা হলেন উপজেলার মৌতলা গ্রামের মৃত শেখ আলী আহম্মেদের ছেলে আবু হেলাল (৪৩) ও নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের আক্কাজ আলীর ছেলে নুর ইসলাম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক হুমায়ূন কবির ও আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কুশুলিয়া গরুর হাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৭০ পিস ইয়াবাসহ আবু হেলাল ও নুর ইসলামকে আটক করা হয়।
এছাড়াও পুলিশ শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়াভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মুর্শিদ পাড়ের ছেলে জাহাঙ্গীর পাড় (২৩), পশ্চিম নলতা গ্রামের আবদুল জব্বারের ছেলে কবির হোসেন (৪৫) ও কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর মৃত আবদুস সামাদ সরদারের ছেলে তৌফিক সরদার (৩৬)। রোববার (২০ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।