আইসিসিকে সন্তুষ্ট করতে পারায় নতুন করে সদস্য পদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। আইসিসি বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ায় বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছে দেশটি। সদস্যপদ ফিরে পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তেভেঙ্গা মুকুহলানি। জুলাইয়ে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করেছিল আইসিসি। তার পর থেকে আইসিসি শর্ত বেঁধে দিয়েছিল দেশটিকে। সদস্যপদ ফিরে পেতে হলে নির্বাচিত বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আইসিসির কথা মতো সব শর্ত মেনে নেওয়ায় সম্প্রতি আইসিসি বোর্ড সভায় বহিষ্কারাদেশ উঠিয়ে নেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে আইসিসির ফান্ড পাওয়া থেকে শুরু হবে জিম্বাবুয়ের। স্বস্তিদায়ক এই পরিস্থিতির কথা উল্লেখ করে মুকুহলানি বলেছেন, ‘এটা সত্যি যে আর কোনো নিষেধাজ্ঞা দেশটির ক্রিকেটে সর্বনাশ ডেকে আনতে পারতো। সদস্যপদ ফিরে পাওয়ায় এখন বকেয়া বেতন মিটিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন জিম্বাবুয়ের বোর্ড প্রধান। তাই তৃপ্তি ঝরলো তার কথাতে, ‘এর মানে এই দাঁড়ালো আমরা এখন থেকে বকেয়া পরিশোধ করতে পারবো। ম্যাচ ফিও দিতে পারবো। এখন থেকে আমরা ঘরোয়া টুর্নামেন্ট নির্বিঘেœ চালাতে পারবো। আইসিসি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় আনন্দের জোয়ার বইছে জিম্বাবুয়ের ক্রিকেটে। সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর থেকে শুরু করে পেসার কাইল জার্ভিস পর্যন্ত টুইটারে স্বাগত জানিয়েছেন। তবে পুরনোদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বর্তমান বোর্ড প্রধান, ‘আমাদের দলে এমন একটা সংস্কৃতি আছে যারা দলে থাকতে সবসময় লড়াই করে থাকে। আমরা এমন পরিস্থিতি চলতে দেবো না যেখানে একই মুখের সঙ্গে একই ফলাফল চলে আসছে।’