সরকারের লিগাল এইড কার্যক্রম বাস্তবায়ন ও অসহায়, গরীব মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। গ্রামের যেসব মানুষ টাকার অভাবে আদালতে মামলা করতে পারে না তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠাতে হবে যাতে তারা বিনা খরচে সঠিক বিচার পেতে পারে। একইসাথে সরকারের আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের আইনি অধিকার ইউনিয়ন কমিটির সদস্যদের নিশ্চিত করতে হবে। কলারোয়ায় জয়নগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভায় শুভেচ্ছা বক্তব্যে বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সকল সদস্যকে অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার অনুরোধ জানান। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’ এই ওরিয়েন্টশনের আয়োজন করে। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি শামছুদ্দীন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে সরকারের আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোগ্রাম কর্মকর্তা মোস্তাক আহমেদ। এ সময় তিনি লিগ্যাল এইড কার্যক্রমে জেলা, উপজেলা কমিটির পরিচিতি এবং ইউনিয়ন কমিটির সদস্যদের দায়ীত্ব সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি সরকারের বিনা খরচে আইনি সহায়তা, কারা সরকারি আইনগত সহায়তা পাবে, কি ধরনের আইনগত সহায়তা পাবে এবং জয়নগর ইউনিয়নে প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র কার্যক্রম সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন। ওরিয়েন্টেশনে তিনি উপস্থিত কমিটির সদস্যদের বিনা খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রম সম্পর্কে নিজেদের উদ্যেগে গ্রামের সাধারণ মানুষের মাঝে প্রচার করার অনুরোধ জানান। পরে তিনি উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি শামছুদ্দীন আল মাসুদ উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ ওরিয়েন্টেশনে উপস্থিত থেকে সরকারের বিনা খরচে আইনি সহায়তা সম্পর্কে ইউনিয়ন কমিটির সদস্যরা বিস্তারিত জানতে পেরেছে। সরকারের এই মহান কার্যক্রম বাস্তবায়ন ও এই কার্যক্রমের মাধ্যমে জয়নগর ইউনিয়নের সকল মানুষের আইনি অধিকার নিশ্চিত করার জন্য সকল সদস্যদের প্রতি আহবান জানান। ওরিয়েন্টেমনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কহিনুর বেগম, রোকেয়া খাতুন, রোজিনা খাতুন, বজলু সরদার, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তাপস মজুমদার, পরিবার কল্যাণ পরিদর্শীকা লাবনী আক্তার, বিশিষ্ঠ সমাজসেবক ফিরোজ আহম্মেদ, ইউপি সচিব জিএম হাবিবুর রহমান, আনসার ভিডিপি সদস্য নাছরিন সুলতানা, ব্যবসায়ী শলোমান সরকার, ঝর্ণা ইয়াসমিন, মেহেদী হাসানসহ কমিটির সকল সদস্যরা।