সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে মোমতাজুল ইসলাম খান (৪৮) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে। সে উপজেলার গোয়ালচাতর গ্রামের মৃত ফজলুল হক খান ওরফে হযরত ডাক্তারের ছেলে। রোববার সকালে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান- আটককৃত মোমতাজুল ইসলাম খানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে এসটিসি-৪৭১/১৯ ও সিআর-১৫/১৯ মামলায় এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মতে আদালত গ্রেফতারী পরোয়ানা জারীসহ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমান জরিমানা করেন। আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট থাকায় থানা পুলিশ রোববার ভোর রাতে অভিযান পরিচালনা করে তার বাড়ী থেকে আটক করেন। পরে তাকে সাতক্ষীরা জেলা আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ-কলারোয়ার মেসার্স রহমান ট্রেডার্স এর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৫লাখ ৩২ হাজার টাকার মালামাল ক্রয় করে প্রতারনা মুলক ভাবে জাল জালিয়াতি চেক প্রদান করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। পরে ওই মামলায় সে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারীসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমান জরিমানা করেন আদালত।