দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করে এক মহিলা সহ ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গত ৫ দিনে থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজা ও প্রায় ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে। থানা পুলিশ উপজেলার কানাগড়ী থেকে গাঁজা ব্যবসায়ী আঃ করিমের স্ত্রী সালমা বেগম (২৩), চোলাই মদ সহ পাঁচ কলিনা (৪০), সাহেবগঞ্জের রামু পাহাড়ীর পুত্র গণেশ পাহাড়ী (৩৫), দামোদর পুরের যোসেফ মুরমু পুত্র আলম মুরমু (৩৫), হরিপাড়ার মোশারফের পুত্র শাহিনুর আলম (৩৫), এসকে বাজারের মফুর উদ্দিনের পুত্র মোত্তালেব (৬০) ও গোবিন্দগঞ্জের কাঁটা বাড়ী মালেকাবাদ এলাকার নুর আলমকে (২২) গ্রেফতার করে। গত ১৩ অক্টবর থেকে ১৯ অক্টবর পর্যন্ত থানার এস আই মোজাফ্ফর হোসেন, এস আই সাইফুল ইসলাম, এস আই রাশেদুজ্জামান, এস আই হাবিব, এস আই মোস্তাফিজুর রহমান, এস আই ফারুখুজ্জামান, এ এস আই রফিকুল ইসলাম, এ এস আই আবুল হাসেম, এ এস আই সামসুজ্জামান পৃথক অভিযান চালিয়ে ৫ দিনে উল্লিখিত মাদক সহ ৭ জনকে গ্রেফতার করে।