বাকরেগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ্ক্রমেই অবনতি হচ্ছে। উপজেলার কলসকাঠী বাজারে ৭টি স্বর্ণের দোকানে সিরিয়াল ডাকাতির পর এবার পৌরসভার সদর রোডের ন্যাশনাল মার্কেটিং নামের একটি টিভি-ফ্রিজের দোকান থেকে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে একটি চক্র পালিয়ে গেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। ন্যাশনাল মার্কেটিং এর স্বত্বাধিকারী মো. আলকাছ হাওলাদার জানান, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দু’ দিনের বিক্রয় হওয়া ৩ লক্ষ টাকা নিয়ে তিনি প্রতিদিনের ন্যায় দোকানের ক্যাশ বাক্সে রেখে দেয়। দোকানে কোনো লোক না থাকায় তিনি দোকানের পিছনের গোডাউনে ঢুকলে দোকান ফাঁকা পেয়ে সুযোগ বুঝে ক্যাশ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে দোকানের সিসি টিভিতে দেখা যায় সকাল সাড়ে ৯ টার দিকে ৪ থেকে ৫ জনের একটি চক্র দোকানের ভিতরে ঢুকে ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালামা জানান, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেস্টা করছি।