লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সদ্য বিবাহিত স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার আরো ৪ যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঘুন্টিঘরের বটতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা সিন্দুর্না ইউনিয়নের পাঠানবাড়ি এলাকার আবদুল ছোবাহানের ছেলে মোস্তাফা হোসেন (২৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। তারা সদ্য বিবাহিত। তাদের বাড়ি উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাহেলা ও তার স্বামী বাবার বাড়ি ভোটমারী থেকে রিকশায় যোগে হাতীবান্ধার পাঠান বাড়ি দিকে যাচ্ছিলেন তারা। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কায় দিলে ছিটকে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী ট্রাকের ধাক্কায় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত স্বামী ও স্ত্রী গত দেরমাস আগে বিবাহ সম্পন্ন হয়।
অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে সনাক্ত করে আটকের ব্যবস্থা করা হচ্ছে।