দিনাজপুর ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজারে একটি কসমেটিকস দোকান সহ ৭টি দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি শুক্রবার দিবগত রাত অনুমান ২ টার সময় ঘটে। জানা যায়, পুরাতন বাজারের স্বর্ণকার দোকান মালিক, কসমেটিকস দোকান মালিক ও অপর দোকান মালিকরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধকরে বাড়িতে যায়। রাত অনুমান ২ টার সময় কসমেটিকস দোকানে প্রথম অগ্নিকান্ডের সুত্রপাত হলে বাজারের নৈশ্য প্রহরি টের পেয়ে তারা কসমেটিকস ও ভ্যারাইটিজ দোকান মালিক কানু সাহাকে জানায়।কানু সাহা সহ দোকান মালিকরা থানা ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে ,কেউ বলতে পারেনি।