মাইন উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলেন নিজ শিশু কন্যা ফাতেমা খাতুন (৪)। ওই ঘটনাটি বাবা বাসায় এলে বলে দেবে বললে শিশুটিকে হত্যা করেন স্বয়ং মা হাছিনা বেগম। পরে প্রেমিক মাইন উদ্দিন এবং হাছিনা বেগম একত্র হয়ে স্বামী আবু তাহেরকেও বাসায় হত্যা করেন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম দামপাড়া পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর শহরের বন্দর থানার নিমতলা এলাকায় স্থানীয় বুচুইক্যা কলোনির একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেন পুলিশ। সংবাদ সম্মেলনে আমেনা বেগম আরো বলেন, এ ঘটনার পর নোয়াখালীতে আত্মগোপনে ছিলেন মাইন উদ্দিন। তাকে সেখান থেকে পুলিশ গ্রেফতার করেন। মাইন উদ্দিন সঙ্গে নিহত আবু তাহেরের স্ত্রী হাছিনার দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। গত শনিবার সকালে আবু তাহের বাইরে কাজ করতে বের হয়। এ সময় তার স্ত্রী হাছিনা বাসায় অবৈধ কাজে লিপ্ত হয় মাইন উদ্দিনের সঙ্গে। আর এ ঘটনাটি ছোট ফুটফুটে শিশু কন্যা দেখে ফেলেন। শিশুটি তার বাবা বাসায় এলে ঘটনাটি জানিয়ে দিবেন বলে মাকে জানায়।
এরপরেই ক্ষিপ্ত হয়ে মাইন উদ্দিন ওই শিশুকে হাত-পা চেপে ধরেন। প্রেমিকা হাছিনা তার সেই নিজ সন্তানের গলায় এলোপাতাড়ী ছুরি চালিয়ে হত্যা করেন। এ ঘটনার পর তারা বাসায় আবারও অবৈধ কাজে লিপ্ত হন। বিকালে স্বামী আবু তাহের বাড়িতে আসেন। এমন সময় মাইন উদ্দিন ও হাছিনা বেগম তাকে বাসায় জাপটে ধরেন। এরপর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে পেটে এবং মাথায় ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় নিহত আবু তাহেরের বড় ভাই নুর আলম বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আবু তাহের নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরবাটা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে।