দিনাজপুরের বীরগঞ্জের ঢেপা নদী হতে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টায় বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইসগেট হতে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র রায় জানান, সকালে ঢেপা নদীর স্লুইসগেট সংলগ্ন এলাকায় স্থানীয় এক মহিলা পানিতে একটি পলিথিন ব্যাগ ভাসতে দেখে। মহিলা ব্যাগটি নদীর ধারে নিয়ে এসে খুললে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মৃতদেহ বেড়িয়ে আসে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকটি বয়স আনুমানিক ১দিন এবং ছেলে সন্তান। নবজাতকটি অনৈতিক সম্পর্কের বলি হয়ে এই নির্মমতার শিকার হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।