পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ কান্টে জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত থাকার দায়ে একজনকে আটক করে জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও থানা পুলিশ। আটককৃত জাল বিক্রেতা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামের আজমত আলীর ছেলে আঃ রহমান (৫০)। ভ্রাম্যমান আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ১১০টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জালগুলোর আনুমানিক দাম ৩৫ হাজার টাকা বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান। তিনি জানান,ইতোপূর্বেও এই হাটে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং দুইজনকে আটক করে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।